নন্দীগ্রামে যুবলীগের সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৪
বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা যুবলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ভাটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম শুকুর, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক ইমন সরকার সোহাগ, যুবলীগ নেতা কামরুল হোসেন ও আসকান আলী প্রমুখ।
উক্ত সভায় উপজেলার ১ টি পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত