নন্দীগ্রামে মোহনা টেলিভিশনের এক যুগপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১৮:৩৪ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬

বগুড়ার নন্দীগ্রামে মোহনা টেলিভিশনের এক যুগপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধির কার্যালয়ে দর্শক ফোরামের আয়োজনে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এবং নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানের স ালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ। পরে মোহনা টেলিভিশনের এক যুগপূর্তি উপলক্ষ্যে কেক কর্তন করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত