নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো সাবেক সেনা সদস্যের
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৯:৪১ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো সরোয়ার আলম (৫০) নামে এক সাবেক সেনা সদস্যের।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডের উত্তর পাশে শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্ৰামের মৃত শামসুল হুদার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সরোয়ার আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোর অভিমুখে যাওয়ার পথে দুপুরে উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সেসময় স্থানীয়রা আহত অবস্থায় সরোয়ার আলমকে উদ্ধার করে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত