নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৪১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৫৮
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ভরত চন্দ্র বর্মন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার সাথে থাকা আল-আমিন (২৫) নামে আরেক যুবক। নিহত ভরত চন্দ্র বর্মন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নওটিকা গ্রামের শীতল চন্দের ছেলে।
শনিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সেলিনা ফিলিং স্টেশন সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নাটোর থেকে ভরত চন্দ্র মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সেখানে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলের পিছনে থাকা আল-আমিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী জানান, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্র মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত