নন্দীগ্রামে মুজিববর্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৫:৪১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:০৬

বগুড়ার নন্দীগ্রামে মুজিববর্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) মুজিববর্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপি’র ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর তানভীর হাসান, থানার এসআই নুর আলম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত