নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৮ জন গ্রেপ্তার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৪
বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে থানার এসআই নুর আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের সেকেন্দার আলীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে দেওতা গ্রামের জহুরুল ইসলাম (২৫), মিলন হোসেন (৩০), মোরশেদ আলী (২৫), পলাশ মিয়া (২৩), ফরহাদ আলম (২৫), ভোলা জেলার লালমোহন উপজেলার চরভুতা গ্রামের জামাল হোসেন (৩৫) ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা গ্রামের রবিউল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
এছাড়াও শুক্রবার বিকেলে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চাঙ্গুইর গ্রামের আব্দুল জলিল (৪৫) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। থানা পুলিশ শনিবার (১২ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত