নন্দীগ্রামে মতবিনিময় করলেন এসপি সুদীপ কুমার চক্রবর্তী
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২০:০২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৩
বগুড়ার নন্দীগ্রামে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্র্তী। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭ টায় নন্দীগ্রাম থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আইনশৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম প্রমুখ। এরপূর্বে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী থানার অফিসারবৃন্দ ও কনস্টেবলদের সাথে মতবিনিময় করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত