নন্দীগ্রামে ভোট উৎসব শুরু
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২০:৪৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ২১:৫০
চতুর্থ ধাপে নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা মনোনয়নপত্র ফরম উত্তোলন ও জমা দেওয়া কার্যক্রম শুরু করে দিয়েছে। বুধবার (২৪ নভেম্বর) উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বর্তমান সদস্য আব্দুল হাকিম উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সালামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বলেন, আমি আমার সাধ্যমতো ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবামূলক কাজ করেছি।
আগামীদিনেও উন্নয়ন ও জনগণের সেবামূলক কাজের ধারা অব্যাহত রাখতে পুনরায় সদস্য নির্বাচিত হবার লক্ষ্য নিয়ে মনোনয়নপত্র দাখিল করলাম। আশাকরি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বাবু, ৮নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান ও ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বুলু মিয়া মনোনয়নপত্র দাখিল করেছে।
৬নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম বাবু বলেছেন, আমি ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণের জন্য আবারো সদস্য নির্বাচিত হতে চাই। ৮নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বর্তমান সদস্য কামরুজ্জামান বলেন, যে পরিমাণ ওয়ার্ডের উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি সেই হিসেবে আবারো সদস্য নির্বাচিত হবো ইনশাআল্লাহ। অন্যান্য প্রার্থীরাও নির্বাচনে জয়লাভ করার আশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত