নন্দীগ্রামে ভাতা জিটুপি পদ্ধতিতে বাস্তবায়নে সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার

  নাজমুল হুদা

প্রকাশ: ২ মার্চ ২০২৩, ১৭:১২ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮

 বগুড়ার নন্দীগ্রামে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সকল ভাতা জিটুপি পদ্ধতিতে বাস্তবায়নে সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান। এতে আলোচক অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। সেমিনারটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত