নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যানের হরিবাসর পরিদর্শন 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ১৮:১৮ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:২৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল গ্রামে হরিবাসর পরিদর্শন করেছে। রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯ টারদিকে তিনি এ হরিবাসর পরিদর্শন করেন। 

সেসময় তার সাথে ছিলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম, বিশিষ্ট ব্যবসায়ী বিপুল কুমার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, যুবলীগ নেতা আব্দুল মান্নান, রবিন চন্দ্র মহন্ত ও রণজিৎ কুমার প্রমুখ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত ব্যক্তিগত তহবিল থেকে উক্ত হরিবাসরে আর্থিক অনুদান প্রদান করেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত