ভটভটি পোড়ালো এলাকাবাসী 

নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

  নাজমুল হুদা - নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৮

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর-পালি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। 

তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু উপজেলার নারহট্র শাখার অফিসার (মাঠ) পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই সকালে কর্মস্থলে যাওয়ার জন্য তিনি নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছুদূর এগিয়ে ওমরপুর-তালোড়া সড়কের পালি-ভুস্কুরের মাঝে পৌঁছিলে থালতা মাঝগ্রাম হতে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতথ্য নিশ্চিত করেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। 

এদিকে ভটভটি চালক এলাকাবাসীর তোপের মুখে ভটভটি ছেড়ে দ্রুত পালিয়ে যায়। এরপর এলাকাবাসী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ভটভটিতে আগুন দিয়ে পুড়ে দেয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত