নন্দীগ্রামে বৃদ্ধের আত্মহত্যা
প্রকাশ: ১৮ মে ২০২২, ১৫:৫৭ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৮
বগুড়ার নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সুরেন্দ্রনাথ বর্মণ (৭২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম দামুয়াপাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ মে) বিকেলে সুরেন্দ্রনাথ বর্মণ গ্রামের রাস্তার পাশে বসে দড়ি পাকাচ্ছিলেন। পরে বিকেল সাড়ে ৪ টারদিকে সে বাজার থেকে চা পান করে বাড়িতে আসে। এরপর তিনি সবার অজান্তে চিনাপুকুর নামক স্থানে গিয়ে গাছের ডালের সাথে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে লাশটির ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত