নন্দীগ্রামে বৃদ্ধার আত্মহত্যা
প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১৯:৫৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে জ্যোৎস্না মহন্ত (৭৫) নামে এক বৃদ্ধা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম দামুয়াপাড়ায়। জানা গেছে, ১৫ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে দাসগ্রাম দামুয়াপাড়ারার মৃত মংলা চন্দ্র মহন্তের স্ত্রী জ্যোৎস্না মহন্ত সবার অজান্তে শয়ন ঘরের ভিতরে গ্যাস ট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাবার পথে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জ্যোৎস্না মহন্ত কঠিন রোগে আক্রান্ত ছিলো। এ কারণেই সে আত্মহত্যা করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত