নন্দীগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: ২ মার্চ ২০২৪, ১৯:২৩ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:১২
বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রাম কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে নন্দীগ্রাম মডার্ণ প্রি-ক্যাডেট একাডেমি চত্বরে নন্দীগ্রাম কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠান উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক ও তীর্থ সলিল রুদ্র।
এ অনুষ্ঠানে ৪২৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব গোলাম মোস্তফা মতিন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত