নন্দীগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত

  নাজমুল হুদা , নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫২

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া- নাটোর মহাসড়কের নন্দীগ্রাম শহরের কুচাইকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নন্দীগ্রাম ইউনিয়নের হাটুয়া গ্রামের মৃত হরেরাম সাহার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক জীতেন্দ্রনাথ সাহা (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। সিএনজিচালিত অটোরিকশার ওই যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিলো ওই সিএনজিচালিত অটোরিকশা। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম শহরের কুচাইকুড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা পৌঁছিলে রাজশাহী থেকে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা চালক ও ওই যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ আরো তিনজন যাত্রী গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের ও দুইজনের মরদেহ উদ্ধার করেছি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত