নন্দীগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:০৪ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০০:০১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক শাহাদৎ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
এ সভায় বাংলা নববর্ষ ১৪৩২ সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত