নন্দীগ্রামে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৯:৩১ | আপডেট : ৪ মে ২০২৫, ০৬:৪৩

'সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার ও উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহসভাপতি শরীফুল ইসলাম, আলী আজম, কোষাধ্যক্ষ মো. রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, স্কাউটস লিডার আশরাফুল আলম, কাব লিডার মদন কুমার, গ্রুপ সভাপতি (মাধ্যমিক) অ.ন.ম নাজমুস সাদাত, গ্রুপ সভাপতি (প্রাথমিক) তাসলিমা খাতুন, সহযোজিত সদস্য (মাধ্যমিক) এনামুল হক ও (প্রাথমিক) আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সম্পাদক রুহুল আমিন রানা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত