নন্দীগ্রামে ফল ঘোষণা স্থগিত
প্রকাশ: ২ মে ২০২১, ২০:৫৬ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আসনে কে জিতেছেন তা নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ার পর আলোচিত ওই আসনে ভোটের ফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস টানা তৃতীয় দফায় জয়ী হতে চলেছে। ২১৫টি আসনে এগিয়ে রয়েছে তারা, যেখানে জয়ের জন্য প্রয়োজন ১৪৮টি। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
রোববার দিনভর এই আসনের ভোট গণনায় মমতার সঙ্গে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। সন্ধ্যায় এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকাসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর দেয়, শুভেন্দুকে এক হাজার ২০২ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিছুক্ষণ পর আনন্দবাজার সেখানে শুভেন্দু অধিকারীর জয়ের খবর দেয়। মমতার চেয়ে এক হাজার ৬২২ ভোট বেশি পেয়ে জয়ী হওয়ার খবর শুভেন্দুই তাদের জানিয়েছেন বলে পশ্চিমবঙ্গের পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়।
পরে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনে ভোটের ফল মেনে নেওয়ার কথা বলেন। তবে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি কমিশনের বিরুদ্ধে আদালতে যাব।’
এর ঘণ্টাখানেক পর নন্দীগ্রামে ফল ঘোষণা স্থগিতের খবর দেয় আনন্দবাজার। রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, নন্দীগ্রামে নতুন করে ভোট গণনা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা। তবে আপাতত ফল ঘোষণা স্থগিত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত