নন্দীগ্রামে ফটোস্ট্যাট দোকান মালিকের জরিমানা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১৮:২৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২৩:৩২
বগুড়ার নন্দীগ্রামে পরীক্ষা চলাকালে ফটোস্ট্যাট দোকান খোলা রাখার দায়ে দোকান মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে উপজেলা পরিষদের সামনে একটি ফটোস্ট্যাট দোকান খোলা রাখায় ওই দোকান মালিকের ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অন্যান্য দোকান মালিকদের সতর্ক করে দেন। পরীক্ষা চলাকালে কোনোভাবেই ফটোস্ট্যাট দোকান খোলা রাখা যাবে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত