নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৯:১৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত