নন্দীগ্রামে পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে ১৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ২ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১৭:০৩ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ২৮ মার্চ হেফাজত ইসলামী বাংলাদেশ এর সকাল-সন্ধ্যা হরতাল চলাকালিন বিকেল সাড়ে ৩ টায় নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রাম পুরাতন রেজিস্ট্রি অফিস মোড়ে রাস্তার উপর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদরের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

 এ খবর পেয়ে থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে যায়। পরে তারা এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সদের আঘাত করে। সেসময় থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে ২৮ মার্চ রাতে থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তারকৃত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের চাচাতো ভাই জুয়েল রানা ও উপজেলার নুনদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলামকে ২৯ মার্চ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত