নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৯:২১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:২৭
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছে। রবিবার (২৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮ টায় থানা পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের আব্দুল খালেকের ছেলে বাদশা মিয়া (৪৩) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। অপরদিকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চৌমোহনী বাজার হতে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পূর্ব বনগ্রামের কাশিনাথের ছেলে দেবনাথ (৩৮) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এরপর রাত আনুমানিক ৮ টা ৪৫ মিনিটে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃ পুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজু মিয়া (২৪) কে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। পরে রাত আনুমানিক ১ টা ১০ মিনিটে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামী দোলন মিয়া (৩৪) কে গ্রেপ্তার করে। সে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চককয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। সোমবার (২৮ মার্চ) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত