নন্দীগ্রামে পুজায় টাকা না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১৪:৫৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:১১
বগুড়ার নন্দীগ্রামে দূর্গাপুজায় হাত খরচের টাকা না পেয়ে কনক চন্দ্র সরকার (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ছোটকি গ্রামের অরেন চন্দ্র সরকারের ছেলে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে কনক চন্দ্র সরকার তার পিতার নিকট থেকে দূর্গাপুজায় হাত খরচের জন্য ৩ হাজার টাকা দাবি করলে ১ হাজার টাকা দেয়। ১ হাজার টাকা পেয়ে কনক চন্দ্র সরকার খুশি নয়। তাই আরো ২ হাজার টাকা দাবি করে। এ নিয়ে পিতা-পুত্রের মাঝে ঝগড়া হয়। এর এক পর্যায়ে সকাল আনুমানিক ৯ টারদিকে কনক চন্দ্র সরকার শয়নঘরের তীরের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে এইচএসসিতে পড়ুয়া ছাত্র ছিলো। তার আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন। কুমিড়া পুলিশ কেন্দ্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত