নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ২০:১২ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:২৮

বগুড়ার নন্দীগ্রামে খালের পানিতে ডুবে আফিয়া খাতুন নামে ২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২ টারদিকে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের কৈগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আফিয়া খাতুন কৈগাড়ি গ্রামের আল-আমিনের মেয়ে। স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১২ টারদিকে আফিয়া খাতুন সবার অজান্তে খালেরদিকে খেলতে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন খোাঁজাখুজি করতে গিয়ে বাড়ির সামনে খাল থেকে আফিয়া খাতুনের লাশ উদ্ধার করে। ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল আফিয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত