নন্দীগ্রামে নৌকা পেলেন যারা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৯:১২ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৩০

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে। ২নং নন্দীগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, ৩নং ভাটরা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান নান্টু ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে। এরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১নং বুড়ইল ইউনিয়ন বিভাজন প্রক্রিয়াধীন রয়েছে। এ কারণে চতুর্থ ধাপে ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত