নন্দীগ্রামে নামজারি ও জমা খারিজ বিষয়ে লিফলেট বিতরণ
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১৫:২৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০১:৪৫
‘প্রতিসনে দিবো খাজনা দুর হবে জমির বিড়ম্বনা, রাখবো নিষ্কন্টক জমি বাড়ি করবো সবাই ই-নামজারি’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নামজারি ও জমা খারিজ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম নন্দীগ্রাম হাট-বাজারসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, নামজারি ও জমা খারিজের জন্য আবেদন কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ হাজার টাকা ও খতিয়ান ফি ১০০ টাকা। এর বাহিরে অতিরিক্ত টাকা দিতে হবে না। এই টাকা ছাড়া আর কোনো টাকা কেউ চাইলে তা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করতে বলা হয়েছে। তিনি আরো বলেন আপনারা সচেতন হোন। টাউট দালালের খপ্পর থেকে বাঁচুন। হয়রানিমুক্তভাবে ভূমিসেবা গ্রহণ করুন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত