নন্দীগ্রামে নবান্নের শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১৮:৪৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:০৮
বগুড়ার নন্দীগ্রামে নবান্নের শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার ঢাকইর মাঠে নবান্নের শস্য কর্তন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম প্রমুখ। এবারো এ উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে সবাই খুশি হন। এছাড়াও জেলা প্রশাসক জিয়াউল হক নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত