নন্দীগ্রামে নবাগত জেলা শিক্ষা অফিসারকে সংবর্ধনা প্রদান

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১৬:২৫ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৭:১০

বগুড়ার নন্দীগ্রামে নবাগত জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রামানিকের  সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার হযরত আলী, ইউআইটি আরসিই’র সহকারী প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ধুন্দার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ডেরাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত