নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা ও প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৯:০০ | আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২২:৫৪

বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহানের সভাপতিত্বে ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা প্রাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী, মহেশ চন্দ্র দেবনাথ ও দেবাশীষ কুন্ডু। এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহানারা খাতুন মিরা ও রহমতুল্লাহ। সেসময় উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এরপর প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত