নন্দীগ্রামে দোকান চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩ জুন ২০২১, ২০:১৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৪৩

বগুড়ার নন্দীগ্রামে দোকান চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১ জুন দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর বাজারে দিবাকর চন্দ্র রায়ের উদয়ন ভ্যারাইটি স্টোর নামক দোকানে চুরি ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার দোকানের শাটারের তালা কেটে নগদ ২৫ হাজার টাকা ও ১ লাখ ২৫ হাজার টাকামূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরি ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার মাটিহাঁস গ্রামের অজিত কুমার মহন্তের ছেলে সজল কুমার মহন্ত (২২), কোশাষ গ্রামের অছিম উদ্দিনের ছেলে হযরত আলী (৪০) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধল্যাকান্দি গ্রামের বিনোদ চন্দ্র মহন্তের ছেলে অজয় চন্দ্র মহন্ত (২১) কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগে একটি মামলা হয়েছে। ৩ জুন থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত