নন্দীগ্রামে দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২০:৪০

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানুু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ। 

উক্ত সভায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃক্সখলা রক্ষা এবং অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত