নন্দীগ্রামে দু’পক্ষের মারপিট ঘটনায় ৯ জন আহত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ জুন ২০২১, ১৯:২৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪

বগুড়ার নন্দীগ্রামে জায়গা নিয়ে বিরোধে দু’পক্ষের মারপিট ঘটনায় ৯ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার ছোট ডেরাহার গ্রামের হারেজ আলীর ছেলে আব্দুর রশিদের সাথে আহাম্মদ আলীর ছেলে আব্দুস সামাদ ও ওয়ারিশদের ৯ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এই বিরোধের জেরধরে সোমবার (৭ জুন) বেলা আনুমানিক ১ টার দিকে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

এতে মোজাফফর হোসেন (৪৫), মনোয়ারা বেগম (৩৫), লাইলী খাতুন (৪২), ফেন্সি খাতুন (৪০), শাহিনুর রহমান (৪৫), শাকিল হোসেন (২২), ফেরদৌস আলী (৩৫), শাহানাজ খাতুন (৫২) ও আব্দুর রশিদ (৫৫) গুরুতরভাবে আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত