নন্দীগ্রামে দাদা-দাদীর কবরস্থানে ময়লা ফেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

  নাজমুল হুদা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ২২:২৪ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯

বগুড়ার নন্দীগ্রামে দাদা-দাদীর কবরস্থানে ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারপিটে আরেক চাচাতো ভাই কলেজছাত্র রবিউল ইসলাম (২১) খুন হয়েছে। 

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

নিহত রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। সে সিংড়া উপজেলার কালীগঞ্জ ডিগ্রী কলেজের এইচএসসির ছাত্র ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে রবিউল ইসলাম ঈদের নামাজ আদায় করে তাঁর বাবার সাথে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যায়।

কবরস্থানে ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে সেখানে তাঁর চাচাতো ভাই শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের সাথে কথাকাটি হয়। এর এক পর্যায়ে তাঁর চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউল ইসলামকে মারপিট করে। এতে মাথায় আঘাত পেয়ে রবিউল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তাঁর মৃত্যু ঘটে।

এ বিষয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর পরই শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম পালিয়ে গেছে। রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত