নন্দীগ্রামে ট্রাক্টর চাপায় একজন নিহত
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১৯:৩৪ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩
বগুড়ার নন্দীগ্রামে ট্রাক্টর চাপায় নুর আমিন (৪৫) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিশারপাড়া গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। ২৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চাঙ্গইর-চাতরাগাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরগী বিক্রেতা নুর আমিন ২৫ এপ্রিল সন্ধ্যায় বাইসাইকেল যোগে সোনাকানিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলো। হঠাৎ একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত