নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৬:৫১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক আহসান হাবিব (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। তবে অটোরিকশায় কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। নিহত অটোরিকশা চালক বগুড়ার শেরপুর উপজেলার রণবীর বালা ঘাটপাড়ার আনিছুর রহমানের ছেলে।
বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিডস লিমিটেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে নন্দীগ্রাম থেকে অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিডস লিমিটেড এলাকায় পৌঁছিলে পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশা চালক গুরুত্বর আহত হয়। সেসময় স্থানীয় লোকজন আহত অটোরিকশা চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী বলেন, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছে। ওই অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। এ ব্যপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত