নন্দীগ্রামে টাকা চুরির মিথ্যা অপবাদে দুই কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার দুই  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ২০:০৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০১

বগুড়ার নন্দীগ্রামে টাকা চুরির মিথ্যা অপবাদে দুই কিশোরকে নির্যাতন ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, গত ২৭ মার্চ রাতে বগুড়ার নন্দীগ্রাম শহরের নামুইট বাজারে টাকা চুরির মিথ্যা অপবাদে দুই কিশোরকে ভরা বাজারে রশি দিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাদের পরিবারের পক্ষ হতে গত ৩১ মার্চ থানায় একটি মামলা দায়ের করেন। 

নির্যাতনের শিকার দুই কিশোর হলেন উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের তারাটিয়া গ্রামের মোরশেদুল বারী ও ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামের সুমন আলী। ওই মামলার প্রেক্ষিতে ৩১ মার্চ রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হন। 

গ্রেপ্তারকৃতরা হলেন নন্দীগ্রাম শহরের নামুইট  গ্রামের নজরুল ইসলাম (৫৫) ও লিটন প্রামাণিক কাচু (৩২)। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, গ্রেপ্তারকৃতদের থানা পুলিশ ১ এপ্রিল দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত