নন্দীগ্রামে জায়গা জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
প্রকাশ: ৮ জুন ২০২১, ১৯:২৬ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৫
বগুড়ার নন্দীগ্রামে জায়গা জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগ হয়েছে। মঙ্গলবার (৮ জুন) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগটি করেন উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের শেখপাড়ার মৃত মাহাবুবার রহমান শেখের মেয়ে ফাতেমা খাতুন। চলতি অর্থ বছরের এডিপির অর্থায়নে এলজিইডি ঠিকাদার নিয়োগ করে দারিয়াপুর গ্রামের শেখপাড়ার জিল্লুর রহমানের বাড়ি হতে মখলেছুর রহমানের বাড়ি পর্যন্ত ইটসলিং করে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। সোমবার (৭ জুন) দুপুরে উক্ত রাস্তা নির্মাণ কাজ শেষ হয়ে যায়।
এদিকে মঙ্গলবার (৮ জুন) ফাতেমা খাতুন উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগে দাখিল করেন। তিনি বলেন, আমার বাবার জায়গার উপর দিয়ে ৬ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। আমি যেভাবে রাস্তা নির্মাণ করার কথা বলেছিলাম এলজিইডি কর্তৃপক্ষ তা কর্ণপাত না করে তাদের ইচ্ছেমতো রাস্তা নির্মাণ কাজ করেছে। আমি আমাদের জায়গার এক পার্শ্বে দিয়ে রাস্তা নির্মাণ কাজ করতে বলি। তারা আমাদের জায়গার মাঝখান দিয়ে রাস্তা নির্মাণ করে। আমি আমাদের জায়গার এক পার্শ্বে দিয়ে রাস্তা পূনরায় রাস্তা নির্মাণ করার জন্য অনুরোধ করছি। এতে আমাদের রাস্তা চলাচলের সুবিধা হবে এবং নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকবে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত