নন্দীগ্রামে জাহাঙ্গীর আলম বাবু আবারো ইউপি সদস্য নির্বাচিত
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৫৫
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বাবু আবারো ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
এদের মধ্যে জাহাঙ্গীর আলম বাবু (মোরগ প্রতীক) ৯৯৭ ভোট পেয়ে দ্বিতীয় বার ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজাদুল ইসলাম মোল্লা (ফুটবল প্রতীক) ৮৫৩ ভোট পান। তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ওয়ার্ডে আনন্দের জোয়ার বইছে। নবনির্বাচিত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাবু জানান, ভোটাররা আমাকে পুনরায় ইউপি সদস্য নির্বাচিত করায় আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত