নন্দীগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১৫:০২ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:১৬

'সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। 


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত