নন্দীগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১৫:৩৭ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭
‘প্লাস্টিক দূষণ ও ক্ষতিকর প্রভাব’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায় ও ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত