নন্দীগ্রামে জাতীয় পার্টির দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ২০:২৫ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫
বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির প্রয়াত সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির ৩ দিন ব্যাপি শোক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদআছর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এমএ গণি সরকার, যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম শহীদ, জেলা জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলাম সুইট, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাফু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টি নেতা আব্দুল আজিজ মাষ্টার, আমিনুল ইসলাম জুয়েল, মজনু রহমান, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. আব্দুল মোমিন। পরে হাজী নুরুল আমিন বাচ্চুর কবর জিয়ারত করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত