নন্দীগ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ১৭:৪১ |  আপডেট  : ১৭ জুন ২০২৪, ১১:৫৯

চতুর্থ ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নন্দীগ্রাম উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (আনারস), আনোয়ার হোসেন রানা (মোটরসাইকেল), নজিবুল্লাহ মজনু (ঘোড়া) ও মাহমুদ আশরাফ মামুন (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত (মাইক), শুভ আহম্মেদ (টিউবওয়েল), ইলিয়াস আলী (তালা) ও আমিনুল ইসলাম (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রাবণী আকতার বানু (হাঁস) ও খালেদা বেগম (কলস)।

প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রতীক নিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে উঠে। দিন-রাত ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছে। গোটা উপজেলায় চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। ইতোমধ্যেই প্রার্থীরা নির্বাচনী পোস্টার টানানোর পাশাপাশি মাইক দিয়ে প্রচার-প্রচারণা করছে। গ্রীষ্মকালের তাপদাহ উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি ছুটে চলছেন প্রার্থীরা। সেই সাথে দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি। এদিকে চায়ের আড্ডা থেকে শুরু করে সর্বত্রই ভোট নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার চলবে ৩ জুন রাত ১২টা পর্যন্ত। এরপর ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু হক জানান, নন্দীগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ৭৮ হাজার ৩৪৯ জন, নারী ভোটার ৭৮ হাজার ৮৪০ জন ও তৃতীয় লিঙ্গের ১জন ভোটার রয়েছে। এ উপজেলায় ৪৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আমরা সুন্দর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধ পরিকর। এজন্য সব প্রস্তুতি রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত