নন্দীগ্রামে জন্মাষ্টমী উৎসব পালিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৯:৩৪ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৫

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে সনাতন ধর্মের প্রবক্তা মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় নন্দীগ্রাম হিন্দুপাড়া হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর দুপুর ১২ টায় নন্দীগ্রাম হিন্দুপাড়াস্থ রাধাগোবিন্দ মন্দিরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুকুমার চন্দ্র সরকার, ভারত চন্দ্র, কাজল সরকার, পার্থ প্রতিম চক্রবর্তী ও সুনিল কুমার প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত