নন্দীগ্রামে ছাদবাগান পরিদর্শন করলেন উপপরিচালক  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ২১:১৮ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬

বগুড়ার নন্দীগ্রামে ছাদবাগান পরিদর্শন করলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু উপজেলা কৃষি অফিসের ছাদে ছাদবাগান স্থাপন করে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন সেই ছাদবাগান পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রাহেলা পারভিন, অতিরিক্ত উপপরিচালক মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য। তিনি ছাদবাগান দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি বারি মাল্টা-১ জাতের চারারোপণ করেছেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত