নন্দীগ্রামে চড়ামূল্যে জায়গা ক্রয় না করায় মারপিটে ৩ জন আহত
প্রকাশ: ১৬ মে ২০২১, ২০:২১ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪
বগুড়ার নন্দীগ্রামে চড়ামূল্যে জায়গা ক্রয় না করায় মারপিটে ৩ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আব্দুল আজিজের মালিকানাধীন ৪ শতক জায়গা একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে খসরু পারভেজ সোহাগকে ক্রয় করতে বলে। সে ১৮ হাজার টাকা শতকমূল্যে জায়গা ক্রয় করতে চায়। কিন্তু তারা ৫০ হাজার টাকা শতকমূল্য দাবি করে।
এ নিয়ে শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে আব্দুল আজিজের বাড়িতে তাদের মধ্যে বৈঠক বসে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহেদুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল খালেক ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে খসরু পারভেজ সোহাগ এবং তার গর্ভবতী স্ত্রী আকলিমা আকতার ও পিতা জাহাঙ্গীর আলমকে বেদম মারপিট করে। এতে ৩ জন আহত হয়। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খসরু পারভেজ সোহাগ জানায়, চড়ামূল্যে জায়গা ক্রয় না করায় তারা আমাদেরকে মারপিট করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত