নন্দীগ্রামে চোলাইমদসহ মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৫:৫৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১১:২৭
বগুড়ার নন্দীগ্রামে চোলাইমদসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল গ্রামের নরেশ চন্দ্রের ছেলে রনজিৎ কুমার ওরফে টেবলা (৫০) কে পাঁচ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে। তার নিকট থেকে চোলাইমদ বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করে থানা পুলিশ। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত