নন্দীগ্রামে চেয়ারম্যান প্রার্থী রেজাউল আশরাফ জিন্নাহর ব্যাপক গণসংযোগ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ১৯:৪১ |  আপডেট  : ১০ জুন ২০২৪, ২১:৪৬

চতুর্থ দাপে অর্থাৎ আগামী ৫ জুন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে উঠেছে। প্রতিদিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগে করছেন প্রার্থীরা। 

শনিবার (২৫ মে) সন্ধ্যায় ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর  বাজারে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বলেন, নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা চলমান রাখতে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। আমি উপজেলাবাসীর পাশে আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত