নন্দীগ্রামে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৮:৩৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৯

বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম ও এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বদিউজ্জামান বুদাকে (৩৬) গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত