নন্দীগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ১৮:৩৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩
বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩ টায় থানা পুলিশ নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের নামুইট বড় ব্রীজের নিকট থেকে নামুইট গ্রামের আলিমুদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম (২৪) ও একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে সবুজ আলী (২০) কে গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার (১ অক্টোবর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। নন্দীগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ মাদক কারবারি গ্রেপ্তার অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত