নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১৯:২৬ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:১৮
বগুড়ার নন্দীগ্রামে হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ভোরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে হযরত আলী ভোরে বাড়ির পাশে সজিনা গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসেইন বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ইউপি সদস্য শংকর কুমার সরকার বলেন, গত কয়েকদিন থেকে ওই পরিবারে ঝগড়া চলছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত